সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
ধীর গতিতে ২০০ পেরোল টাইগাররা, সাজঘরে মুশফিক
অনলাইন ডেস্ক
মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদেয়র জুটিটাও থামল ৪১ রানে। সবমিলিয়ে ২০০ রানের ঘর পেরোনোর আগেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ-রিয়াদের ব্যাটে তালটা কিছুটা সামলে নিয়ে ৪৩ ওভারের শুরুতে ২০০ রানের ঘর পেরোয় বাংলাদেশ। এরপরই ষষ্ঠ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন মুশফিক। জসপ্রীত বুমরাহর শিকার হয়ে মুশি সাজঘরে ফিরেছেন ৩৮ রানে।
এর আগে দারুণ শুরুর পর ধস নামে টাইগার শিবিরে। ৪৪ রান তুলতে ৪ উইকেট খোয়ায় টাইগাররা! ৮২ বলে ৬৬ রান তুলে সাজঘরে ফিরলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। রবীন্দ্র জাদেজার দ্বিতীয় শিকার হয়ে দলীয় ১৩৭ রানে সাজঘরে ফেরেন তিনি।
দলীয় ৯৩ রানে ভেঙেছিল তানজিদ ও লিটনের ওপেনিং জুটি। সেই হিসেবে মাত্র ৪৪ রান তুলতেই চার উইকেট হারাল দারুণ শুরু করা বাংলাদেশ। এরপর তিনে নামেন আজকের ম্যাচে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত। তবে তিনি সুবিধা করতে পারেননি। ১৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এর আগে ৪৩ বলে ৫১ রান তুলে কুলদীপ যাদবের শিকার হয়ে সাজঘরে ফিরেছিলেন টাইগার ওপেনার তানজিদ।
এর আগে প্রথম পাঁচ ওভারে ভারতের বিপক্ষে ১০ রান তুলেছিল দুই টাইগার ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজদের শুরুতেই রক্ষণাত্ম ঢঙে মোকাবেলা করে টাইগাররা। পরে অবশ্য তাল বুঝে রানের গতি বাড়াতে থাকেন টাইগার ব্যাটাররা।
১৪ বল মোকাবেল করে লিটন দাস করেছিলেন মাত্র এক রান। তবে পরে তিনি রানে গতি বাড়াতে থাকেন দুই ওপেনার। তাদের ব্যাটে ভর করে ১০ ওভারে ৬৩ রান তোলে বাংলাদেশ।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি