সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
বরিশালের সিনিয়র সাংবাদিক এসএম ইকবালের দাফন সম্পন্ন
অনলাইন ডেস্ক
বরিশালের সিনিয়র সাংবাদিক, সাবেক জনপ্রতিনিধি এবং পেশাজীবী ও সামাজিক বিভিন্ন সংগঠনের সাবেক সভাপতি এসএম ইকবাল (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কেন্দ্রিয় শহীদ মিনারে জানাজা নামাজ শেষে বরিশাল মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি মো. শাহেআলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে কেন্দ্রিয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা এসএম ইকবালকে গার্ড অব অনার এবং সালাম প্রদান করেন পুলিশের চৌকস একটি দল।
সালাম প্রদানের আগে কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে সিটি মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এসএম ইকবালের মরদেহে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সকাল ১১টায় প্রেসক্লাবে এবং সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি চত্ত্বরে এসএম ইকবালের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক এবং আইনজীবীরা।
বুধবার বিকেল ৪টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি