সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
শান্তিগঞ্জে মা সমাবেশ ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও ও শান্তিগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রাম কমিউনিটি ক্লিনিকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মা সমাবেশ ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামাল অপুর উপস্থিতিতে হাত ধোয়া প্রদর্শন করেন স্যানিটারী ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ ও সূচনা প্রকল্পের টেকনিক্যাল অফিসার এ কে শামীম আহমদ।
এসময় ব্রাহ্মণগ্রাম, হোসেনপুর ও গুচ্ছ গ্রামের প্রায় ৪০ জন মা, কিশোরী ও গর্ভবতী উপস্থিত ছিলেন। মা সমাবেশে বক্তারা বলেন, খাবার খাওয়ার আগে ও পরে, শিশুদের খাওয়ানোর আগে, শিশুর মল পরিষ্কারের পর, টয়লেট থেকে আসার পর, গবাদিপশু পাখি ধরার পর ভালভাবে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- অত্র ক্লিনিকের সিএইচসিপি সেলিনা আক্তার। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও কমিউনিটি ক্লিনিকে একই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএইচসিপি আকলিমা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিরিন আক্তার ও স্বাস্থ্য সহকারী রেখা আক্তার।
উভয় ক্লিনিকে সমাবেশ শেষে হাত ধোয়ার প্রদর্শনী হাতে কলমে দেখানো হয় এবং অনুশীলন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি