সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারুজ্জামান চৌধুরীর অনুদান প্রদান
সার্বজনীন দুর্গাপূজার সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব
দুর্গাপূজার অনুদান প্রদান অনুষ্টানে বক্তারা
অনলাইন ডেস্ক
বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সিলেট জেলা পরিষদের হল রুমে দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারুজ্জামান চৌধিরীর ব্যক্তিগত পক্ষ থেকে মহানগরীর সার্বজনীন ৭৬টি পুজামন্ডবে অনুদান প্রদান করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর পুজা উদডাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, রামকৃঞ্চ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী, মহানগর আওয়ামী সহ সভাপতি এডভোকেট প্রদিপ কুমার ভট্রাচার্য,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, কেদ্রীয় পূজা পরিষদের সহসভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভুলা, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র,প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, এডভোকেট কিশোর কুমার কর, সুদিপ দেব, মলয় পুরকায়স্থ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু, মহানগর পুজা উদযাপপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সহসভাপতি পিযুষ কান্তি দে, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শহিদ চৌধুরী, সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবিনয় চন্দ্র মল্লিক, মহানগর ছাত্র ঐক্যর আহবায়ক রকি দেব, সাংবাদিক শংকর দেব, সজল ঘোষসহ ৭৬ টি পুজা মন্ডবের প্রতিনিধি, পুজা উদযাপন পরিষদ মহানগর ও ৬ টি থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, নানা জাতি ধর্মের মানুষের একত্র বসবাসে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে। আমরা ঈদ উৎসব করি, পূজা উৎসব করি, এসব করি আমরা বাঙালি হিসেবে, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। ধর্মের কারণে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই।
নেতৃবৃন্দ আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাংলাদেশে সকল ধর্মাবলম্বী মানুষ যারা আছেন সবারই নিজ নিজ ধর্মের অধিকার সমুন্নত আছে।তাই উন্নয়ন অগ্রগতি ও সম্প্রিতীর ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ সিলেট সিটি কর্পোরোশনের নবনির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি