সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
অনলাইন ডেস্ক
টাঙ্গাইল নাগরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এরশাদ হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১ সদস্যরা। গ্রেফতারকৃত মো: রিপন ওরফে রিপু মিয়া (২০) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইকশা গ্রামের আবুল কালাম ওরফে কালু শেখের ছেলে।
নিহত এরশাদ বিশ্বাস (৩৮) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের মৃৃত ফুলচা বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার ভোর রাতে র্যাব-১ এর গাজীপুরের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার দক্ষিণ খাইলকুর বাহার মার্কেট এলাকার রুবেল শেখের বাসা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও নগদ ৫৫০ টাকা উদ্ধার করে র্যাব-১ গাজীপুর।
বৃহস্পতিবার সকালে র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: ইয়াসির আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে টাংগাইল জেলার নাগরপুর পাইকশা এলাকায় খেলা দেখতে গেলে নাগরপুর থানার ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে একই এলাকার জয়নাল সরদারের ন্যাপিয়া ঘাস ক্ষেতে অভিযুক্ত রিপন ওরফে রিপু মিয়াসহ ৮ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে এরশাদ বিশ্বাসকে (৩৮) মারপিট করে তারা পালিয়ে যায়। পরবর্তীতে আহত এরশাদকে তার পরিবারের লোকজন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা কমপ্লেক্স ভর্তি করতে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত এরশাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এরশাদের স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে রিপনসহ ৮ জন ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের নামে নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে আইনগত ব্যবস্থার জন্য টাংগাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি