সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
নাজমুল হোসেন শান্ত (ফাইল ছবি)
অধিনায়কত্ব করার কথা কখন জেনেছেন শান্ত?
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ অবধি মাঠে নামেননি সাকিব। তার জায়গায় এ ম্যাচে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব করার কথা কখন জানতে পেরেছিলেন? সংবাদ সম্মেলনে শুরুতে এমন প্রশ্ন এড়িয়েই যেতে চেয়েছিলেন তিনি।
উত্তর দিয়েছিলেন এভাবে, ‘সাকিব ভাইয়ের যেদিন চোট লেগেছে, সেদিন থেকেই একটু তো আইডিয়া ছিলই যে করতে হতে পারে।’ এরপর তার কাছে নির্দিষ্ট করে কখন জানতে চাইলে তিনি বলেন, ‘গতকালকে রাতে জানতে পেরেছি।’
সাকিবের ইনজুরি আপডেট দিয়ে শান্ত বলেছেন, ‘রিকোভার করছেন, ভালো অবস্থায় আছেন। আমরা আজকের ম্যাচটা ঝুঁকি নিতে চাইনি যেহেতু এরপর আরও পাঁচটা ম্যাচ আছে। উন্নতির দিক থেকে অনেকটা ভালো। আশা করছি যে সামনে হয়তো খেলবেন।’
ভারতের বিপক্ষে কোনো উইকেট না হারিয়েই ৯৩ রান করে ফেলেছিল বাংলাদেশ। পরে অবশ্য ২৫৬ রানের বেশি করতে পারেনি দল। ম্যাচও হারে সাত উইকেটের ব্যবধানে। শান্ত বলছেন, টপ অর্ডারে হাফ সেঞ্চুরি পাওয়া দুই ব্যাটারের কাউকে ইনিংসটা বড় করতে হতো।
তিনি বলেন, ‘প্রস্তুতি খুব ভালো ছিল সত্যি বলতে আমরা যে জায়গায় স্ট্রাগল করছিলাম সেই টপ অর্ডার আজ ভালো করেছে। আমি মনে করি যে দু’জন ব্যাটার সেট ছিল তাদের আরেকটু লম্বা ইনিংস খেলার দরকার ছিল। কারণ উইকেটটা এরকম ছিল ওখান থেকে একজন ব্যাটার যদি ১২০-৩০ রান করতে তাহলে হয়তো শেষের দিকের ব্যাটারদের জন্য সহজ হতো।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি