সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
অনলাইন ডেস্ক
টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে পাত্তাই পায়নি ম্যান ইন গ্রিনরা। হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এমন গো-হারা হারের পর তুমুল সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বাবর আজমরা।
জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। যারা প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয়টিতে জয়ের দেখা পেয়েছে। পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে মরিয়া পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
অস্ট্রেলিয়া আজ না জিতলে সেমিফাইনালের সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যাবে। পাকিস্তানও টানা দুই ম্যাচ হারলে বিপদে পড়ে যাবে। মেগা ম্যাচে তাই দুই দেশ জেতার জন্য মরিয়া হয়ে লড়বে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তান শক্তিশালী দল। বিশেষ করে তাদের বোলিং লাইনআপকে ভয়ংকর বলব। তবে তাদের বোলিং মোকাবিলা করতে আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। ম্যাচ জিততে হলে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে ভালো করতে হবে।’
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আগের ম্যাচ আমাদের কাছে অতীত। এখন পরিকল্পনা অস্ট্রেলিয়া ঘিরে। ওরা দারুণ দল। তারপরও বিশ্বাস করি সেরা খেলা খেলতে পারলে জয় সম্ভব।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি