সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
শাবিতে ‘জাতীয় বিজ্ঞান উৎসব’ ৩ নভেম্বর
অনলাইন ডেস্ক
বাংলাদেশে বিজ্ঞানকে জনপ্রিয় করতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় ‘ইওথপ্রিনিয়র নেটওয়ার্কের’ আয়োজনে আগামী ৩ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে সাস্ট সাইন্স অ্যারেনার সভাপতি ফাহিম সিজান সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ উৎসবের অংশগ্রহণের রেজিস্ট্রেশন অাগামী ৩১শে অক্টোবর পর্যন্ত অনলাইনে করা যাবে বলে জানান তিনি।
ফাহিম সিজান আরো বলেন, এবারের বিজ্ঞান উৎসব দুইটি ক্যাটাগরি ও পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হবে। এতে জুনিয়র ক্যাটাগরিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির এবং সিনিয়র ক্যাটাগরিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।
বিষয়গুলোর মধ্যে রয়েছে- বিজ্ঞান অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা, বিজ্ঞান প্রজেক্ট ও নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য।
এর মধ্যে প্রথম চারটি বিষয়ে রেজিস্ট্রেশন ফি জুনিয়র ক্যাটাগরির জন্য ৭০টাকা এবং সিনিয়র ক্যাটাগরির জন্য ১০০ টাকা রাখা হয়েছে।
এ ছাড়া নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য বিষয়টিতে ফি ছাড়ায় রেজিস্ট্রেশন করা যাবে। তবে একসঙ্গে সবগুলো বিষয়ে রেজিষ্ট্রেশন ফি ৩০০ টাকা।
এদিকে, ‘বিজ্ঞান অলিম্পিয়াডে’ এককভাবে সকল ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবেন; এতে বহুনির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নপদ্ধতিতে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত এবং আইসিটির বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ বিষয়ে এককভাবে জুনিয়র ক্যাটাগরিতে ‘স্মার্ট বাংলাদেশ’ এবং সিনিয়র ক্যাটাগরিতে ‘মহাজাগতিক সভ্যতা’ বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে।
‘দেয়াল পত্রিকা’ ও ‘বিজ্ঞান প্রজেক্ট’ এই দুই বিষয়ে দলগত এবং এককভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।
‘নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য’ বিষয়ে এককভাবে জুনিয়র ক্যাটাগরিতে ‘বিজ্ঞানের আশীর্বাদ’ এবং সিনিয়র ক্যাটাগরিতে ‘চতুর্থ শিল্পবিপ্লব’ বিষয়ের উপর বক্তব্যর মাধ্যমে অংশ নিতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি