সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে
হাসান মার্কেট দোকান মালিক ও
ব্যবসায়ী সমিতির মিছিল সমাবেশ
সংবাদ বিজ্ঞপ্তি
ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গত ২০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে হাসান মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রফিকুল হক, মোহাম্মদ আলী আকিক, সহ সভাপতি আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক সম্পাদক সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, সদস্য নুরুল ইসলাম, বরকত মিয়া, ব্যবসায়ী কাজী ফাহিম উদ্দিন রাসেল, জাবেদ আহমদ, সাদ্দাম হোসেন মিলন, শাহিন আহমদ, হারুনুর রশিদ, হোসেন আহমদ, নুর হোসেন ছুটি, ময়না মিয়া, মোঃ আলাউদ্দিন, কামাল খান, লিয়াকত মিয়া, আলাল আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, কাওছার আহমদ, শাহজাহান মিয়া, আরিফ আহমদ, মোঃ ইমরুল প্রমুখ সহ অসংখ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন ক্বারী রুম্মান আহমদ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে বর্বর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্মরণকালের ভয়াবহ ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে মজলুম ফিলিস্তিনিদের উপর। মজলুমের আর্তচিৎকারে ফিলিস্তিনের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। হাসপাতালে মায়ের কোলে শিশুরাও নিরাপদ নয়।
ফিলিস্তিনের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম বিশ্বকে প্রতিবাদের মাধ্যমে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, বিবেকবান প্রতিটি মানুষকে ফিলিস্তিনের মজলুমদের পক্ষে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকলে ইসরায়েলিরা পিছু হটতে বাধ্য হবে। তাদের সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ করতে মুসলিম তৌহিদী জনতা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদি হওয়ার আহবান জানান
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি