সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
সমশের মবিনের ‘ষড়যন্ত্র ও মিথ্যাচারে’র প্রতিবাদে ফয়সল চৌধুরীর সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক
তৃণমূল বিএনপির চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীর মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিএনপি যখন ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের পতনের দাবিতে েসমমনা দলগুলোকে নিয়ে এক দফার আন্দোলন করছে তখন সরকার আন্দোলন নস্যাৎ করতে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। কতিপয় কিংস পার্টির জন্ম দিয়ে বিশ্ব বিবেককে বিভ্রান্ত করে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর অপচেষ্টায় করছে।’ তিনি বলেন, ‘রাজপথে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করার অপতৎপরতা শুরু করেছেন বিশ্বাসঘাত সমশের মবিন চৌধুরী। সরকারের ক্রীড়নক হয়ে কথিত একটি কিংস পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।’ সংসদ নির্বাচনে অংশ নিতে সমশের মবিন নানা তার বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র শুরু করেছেন বলে অভিযোগ করেন ফয়সল আহমদ চৌধুরী।
আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে নগরের মিরবক্সটুলাস্থ রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফয়সল চৌধুরী বলেন, ‘আজ এমন এক সময় আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যখন সারাদেশের গণতন্ত্রমনা মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাওয়াার জন্য উম্মুখ হয়ে আছে। একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি রাজপথে আন্দোলন করছে। ঠিক তখন এই আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করার উদ্দেশ্যে সরকারের ক্রীড়নক হিসেবে মহল বিশেষ নানা অপতৎপরতায়ও লিপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন বিএনপি বর্তমান ‘কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট’ আওয়ামী সরকারের পতনের দাবিতে অন্যান্য সমমনা দলকে নিয়ে দেশব্যাপী এক দফার আন্দোলন করছে। অন্যদিকে সরকার এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। যার ধারাবাহিকতায় কতিপয় কিংস পার্টির জন্ম দিয়ে বিশ্ব বিবেককে বিভ্রান্ত করে কথিত অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু আপনারা জানেন যে, বিএনপি’র অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়। তথাপি বর্তমান অবৈধ সরকার তার ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য তাদের কিছু ক্রীড়নক মাঠে নামিয়েছে। এরা সরকারের এজেন্ট হিসেবে সাধারণের মনে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছে।’
সমশের মবিন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিত্যাচারের অভিযোগ এনে তিনি বলেন, ‘সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ‘এডিটর গিল্ডস’ নামের একটি সংগঠন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সমশের মবিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী তথা আমার ও স্থানীয় বিএনপি সম্পর্কে নানা বিভ্যান্তিকর মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে চরম মিথ্যাচারের আশ্রয় নিয়ে আমার সঙ্গে ফোনালাপ বিষয়ের অবতারণা করেন। আমি আজ আপনাদের স্বাক্ষী রেখে তার এরূপ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি আপনাদের একটা কথাই বলতে চাই, মিথ্যাচারেরও তো একটা সীমা থাকে। এমন নিলর্জভাবে কেউ মিথ্যে বলতে পারে তা আমার কাছে অকল্পনীয়। অথচ যিনি এই মিথ্যাচার করছেন তিনি নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে দাবি করেন। অবশ্য তিনি রাজনীতিবিদ, তবে দলছুট, নীতিহীন এবং পথভ্রষ্ট। ’
নিজেকে বিএনপির একজন নিবেদিতপ্রাণ দাবি করে ফয়সল চৌধুরী বলেন, ‘রাজনীতিতে আমার পথচলা তাঁর মতো ডিগবাজির মাধ্যমে নয়। আমি জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী। দলের ছাত্র সংগঠন ছাত্রদল থেকে রাজনীতি করে আসছি। দলে আমার ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমাকে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় এবং আমি নির্বাচন করি। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট সরকারের কারচুপি এবং দিনের ভোট রাতে করে ফেলার মাধ্যমে আমার জয় ছিনিয়ে নেওয়া হয়। ’
সমশের মবিন চৌধুরীর সঙ্গে ফোনালাপের বিষয়টি মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘সমশের মবিনের মতো দলছুট, বিশ্বাসঘাতক ব্যক্তির সঙ্গে আমার যোগযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না। কারণ যে দলের সঙ্গে বেঈমানি করতে পারে সে যে-কারো সাথে বেঈমানি করতে পারে। অথচ এই ব্যক্তি সেদিন বৈঠকে বলেছেন আমার সঙ্গে নাকি তার ফোনালাপ হয়েছে। শুধু তাই নয় তিনি আমার দলকে হেয় করেছেন এবং বলেছেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে নাকি বিএনপির কোনো তৎপরতাই নেই। এটা যে উদ্দেশ্যপ্রণোদিত এবং চরম মিথ্যাচার তা আপনারাই বুঝতে পারছেন। কারণ সিলেট-৬ আসনে আমার তৎপরতা এবং আমার দলের কর্মকাণ্ড আপনারা প্রতিনিয়ত দেখে আসছেন। আন্দোলন কিংবা নির্বাচনকেন্দ্রিক দলের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে নেকার্মীরা সদা প্রস্তুত রয়েছেন। সুতরাং আমার বেশি কিছু বলার নেই।’
তিনি িবলেন, ‘আপনারা জানেন, সমশের মবিন চৌধুরী এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। কিন্তু দলের ক্রান্তি লগ্নে সরকারের দালালি করার উদ্দেশ্য নিয়ে রাজনীতি থেকে অবসর নেন এবং কিছুদিনের মধ্যেই তিনি বিকল্প ধারায় যোগদান করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে সংসদ নির্বাচন করার খায়েস করেন। কিন্তু দলছুট বিশ্বাসঘাতক এহেন ব্যক্তিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে তার নমিনেশন বাজেয়াপ্ত হয়। কারণ তিনি সাকুল্যে ভোট পেয়েছিলেন ১৯১টি। এরপর তিনি দীর্ঘদিন ঘাপটি মেরে বসে থাকেন। বর্তমান সময়ে যখন দেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে ঠিক তখন আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করার অপতৎপরতা শুরু করেছেন বিশ্বাসঘাতক সমশের মবিন চৌধুরী। সরকারের ক্রীড়নক হয়ে কথিত একটি কিংস পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আবারো সংসদ নির্বাচনে প্রার্থী হবার খায়েস নিয়ে নানা কুটচাল ও অপপ্রচার চালাচ্ছেন। যার ধারাবাহিকতায় সম্প্রতি ওই গোলটেবিল বৈঠকে স্থানীয় বিএনপি ও আমার সম্পর্কে চরম মিথ্যাচার করেন।’
তিনি বলেন, ‘আমি মনে করি তার এই মিথ্যাচারের মূলে রয়েছে আমার জনপ্রিয়তা নষ্ট করা। কিন্তু তিনি জানেন না যে, স্থানীয় বিএনপি ও তার প্রার্থীর জনপ্রিয়তাকে এভাবে মিথ্যাচরের মাধ্যমে নষ্ট করা সম্ভব নয় এবং তার এহেন আচরণ তাকেই আস্তাকুড়ে নিক্ষিপ্ত করবে।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি