সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
রমিজ রাজা। ফাইল ছবি
পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানই ফেবারিট : রমিজ রাজা
অনলাইন ডেস্ক
টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপটা ভালোভাবেই শুরু করেছিল পাকিস্তান। এরপর টানা দুই ম্যাচে হার দেখেছে তারা। ভারতের সঙ্গে হারের পর অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বড় ব্যবধানে। দলের এমন পারফরম্যান্সের কারণে সামনের ম্যাচে আফগানদের বিপক্ষে পাকিস্তানের জেতার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, পরের ম্যাচে পাকিস্তান নয়, আফগানিস্তানই ফেবারিট হিসেবে খেলবে।
তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। স্পিনারের বিপক্ষে পাকিস্তানি ব্যাটারদের পারফরম্যান্সও হতাশাজনক। স্পিনিং উইকেটে খেলা হলে আফগানিস্তানই ফেবারিট।
এ ছাড়া দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। প্রশ্ন তুলেছেন পাকিস্তান দলের সেমিফাইনাল খেলার যোগ্যতা নিয়ে। দলের সব বিভাগে ব্যর্থতা, এমনকি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত কেন নিতে হলো? আগে ব্যাট করে ৩২০-৩৩০ রান করে বোলারদের লড়াই করার সুযোগ দিতে পারতেন। হয়তো তারা প্রতিপক্ষকে আউট করেও দিতে পারতো। কিন্তু সেটি হয়নি।
পাকিস্তান দলের সেমিফাইনালে খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পাকিস্তানের সুযোগ কম। সামনে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা। আপনারা কি বিশ্বাস করেন, পাকিস্তান দল সেমিফাইনালে খেলার যোগ্য? আমি আপনাদের এই প্রশ্ন করছি। দর্শক আপনারাই বলুন। সবকিছু মিলিয়ে আমি খুবই হতাশ। তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে। আমি চাই তারা শক্তিশালী হয়ে ফিরে আসুক।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি