সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
মরহুমের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ
সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন
অনলাইন ডেস্ক
শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী।
দিবসটি পালন উপলক্ষে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর এলাকার ধনতলা চৌধুরীপাড়াস্থ মরহুমের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের স্ত্রী রমিজা চৌধুরী, দিনাজপুরের এডিসি জেনারেল দেবাশীষ চৌধুরী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. খালেকুজ্জামান মাইকেল, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার, বিরল উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাউসার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবু, বোচাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. আকতারুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মো. ইমাদাদুল ইসলাম ইশান, সেতাবগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর সেখানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী ২০০৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি