সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
সিলেটে সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে বহমান থাকবে
: সিলেট মহানগর আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার ( ২১ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় নাইওরপুল শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রম থেকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের যাত্রা শুরু হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নগরীর মিরাবাজার শ্রী শ্রী বলরাম জিউর আখড়া, চালিবন্দর সার্বজনীন পূজা কমিটি, কাষ্টঘর রাইজিং স্টার পূজা কমিটি, হরিজন সংঘ কাষটঘর, মাছিমপুর কুরিপাড়া সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়া সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া সার্বজনীন পূজা কমিটি, শিববাড়ী সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠ, ঝালোপাড়া সেবক কিশোর সংঘ, যতরপুর সার্বজনীন পূজা কমিটি, সাবেক মহিলা কাউন্সিলর দীবা দে রানীর ব্যক্তিগত
পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, কার্যনির্বাহী সদস্য দিবাকর ধর রাম, আব্দুল আজিম জুনেল, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাজোয়ান আহমদ, আব্দুস ছামাদ শাহেদ, ছয়েফ খান, সফিকুল ইসলাম আলকাছ, শেখ সোহেল আহমদ কবির , শেখ সোহেল আহমদ কবির, বদরুল ইসলাম, মো: ফজলুল করিম হেলাল, মো: বদরুজ্জামান শিশু, প্রমথ দাস, ডা: পরেশ চন্দ্র নাথ, নুরুজ্জামান জুয়েল, মোস্তাক আহমদ, শিমুল আহমদ, নুরুল ইসলাম সোহেল, নসু ভৌমিক, মোস্তাক খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকাল নেতৃবৃন্দ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা পূজা। প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসাহের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে সবাই পূজা উদযাপন করে থাকেন। কিন্তু প্রায়শই অপশক্তিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সকল সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই। আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি ও পাশে থাকবো। সিলেটে সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে বহমান থাকবে। নেতৃবৃন্দ যে কোনো প্রয়োজনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে পূজা কমিটির নেতৃবৃন্দকে যোগাযোগ রাখার আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, পূজা চলাকালীন সময়ে মহানগর আওয়ামী লীগের এই পরিদর্শন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি