সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
‘কমিউনিটি ক্লিনিক’ স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতার প্রতীক : নিখিল
অনলাইন ডেস্ক
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের চাবিকাঠি ও স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতার প্রতীক।
শনিবার ঢাকা-১৪ আসনের অন্তর্গত ১২নং ওয়ার্ডের বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি হেলথ ক্যাম্প ২০২৩ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে নিখিল আরও বলেন, স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতার প্রতীক ‘কমিউনিটি ক্লিনিক’ এর মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা। কমিউনিটি ক্লিনিকের এই সাফল্য এখন আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কর্তৃক ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মাননা প্রদান করে।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত সরকার আসার পর তারা কমিউনিটি ক্লিনিক বাতিল করতে চেয়েছিল। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আইন করেন যাতে কেউ এটা আর বাদ দিতে না পারে। ২০১৮ সালে সরকার পার্লামেন্টে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট অ্যাক্ট পাশ করেছে যাতে এর কার্যক্রম ও ফান্ডিং আরও সহজতর করা যায়।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার প্রতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সর্বোচ্চ অবদান থেকে অনুপ্রেরণা নিয়ে দারুস সালাম থানার ১০ নং ওয়ার্ড এর কমিউনিটি সেন্টারে প্রথম ফ্রি হেলথ ক্যাম্প, শাহ আলী থানার ৮ নং ওয়ার্ড এর কমিউনিটি সেন্টারে ২য় ফ্রি হেলথ ক্যাম্প, কল্যাণপুরে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য ৩য় ফ্রি হেলথ ক্যাম্প, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে ৪র্থ ফ্রি হেলথ ক্যাম্পের ধারাবাহিকতায় বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে বিনামূল্যে ফ্রি হেলথ ক্যাম্প এর আজকের এই ৫ম কর্মসূচি।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি