সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
বিয়ানীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
অনলাইন ডেস্ক
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বিয়ানীবাজারে জাতীয় নিরাপদ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, শিক্ষা কর্মকতা রোমান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল হক জেয়ার্দার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনুপ কুমার সিংহ, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক শহিদ আহমদ ও আব্দুর রহিম, সাংবাদিক এম. এ ওমর, জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন মিয়া, সহকারী প্রোগ্রামার শামীম আহমদ, নিরাপদ সড়ক চাই নিসচার সাধারণ সম্পাদক শফিউর রহমান সহ চালক সমিতির দায়িত্বশীলবৃন্দ।
চালক ও পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে।
তাহলে দুর্ঘটনা কমবে এমন প্রত্যাশা ব্যক্ত করে সভায় বক্তরা বলেন, গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে।
স্থানীয়ভাবে চালক হেলপার কন্ট্রাকটারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভা শেষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি