সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
ইসরাইলি পুলিশের ইউনিফর্ম বানানো বন্ধ করলো ভারতীয় প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
গাজার আল-আহলি হাসপাতালে ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে ইসরাইলি পুলিশের ইউনিফর্ম বানানো বন্ধ করে দিয়েছে ভারতের কেরালা রাজ্যের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড।
শনিবার (২১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কেরালাভিত্তিক এই প্রতিষ্ঠান বিভিন্ন দেশের সেনাবাহিনী, পুলিশ, নিরাপত্তা কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পোশাক তৈরি করে। এছাড়া তারা স্কুলের ইউনিফর্ম, সুপার মার্কেটের কর্মী ও করপোরেট কর্মকর্তাদের পোশাকও তৈরি করে।
২০০৫ সাল থেকে ইসরাইলি পুলিশের জন্য ইউনিফর্ম তৈরি করে আসছিল মারিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড। কিন্তু শুক্রবার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটি সাময়িকভাবে ইউনিফর্ম সরবরাহ বাতিলের ঘোষণা দেয়।
এক ভিডিও বার্তায় কোম্পানিটির পরিচালক থমাস ওলিকাল বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুসারে ইসরাইলি পুলিশের সঙ্গে আগে করা চুক্তিগুলোর প্রতি মারিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড সম্মান প্রদর্শন করে। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো অর্ডার নেওয়া হবে না। ‘আমরা ইসরাইলি পুলিশকে ইউনিফর্ম সরবরাহ না করায় তাদের হয়তো কোনো ঘাটতি হবে না। তবে নৈতিক জায়গা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতালে বোমা হামলা মেনে নেওয়ার মতো নয়।’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ইসরাইলের বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি গাজার বেসামরিকদের ওপর ইসরাইলের পাল্টা হামলাও অগ্রহণযোগ্য। একটি গোষ্ঠীর জন্য ২৫ লাখের বেশি মানুষকে খাবার-পানি থেকে বঞ্চিত করা, হাসপাতালে হামলা, নিরপরাধ নারী-শিশুর উপর হামলার মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, যুদ্ধের অবসান হোক ও শান্তি ফিরে আসুক।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সবশেষ তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি ও ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি