সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবিতে পিএইচডি ও এমফিল ডিগ্রি পেলেন ৩১ জন
অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২২ জন গবেষককে পিএইচডি ও ৯ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করেছে। রবিবার বিশ্ববিদ্যালয় ৫২৫তম সিন্ডিকেটে এসব ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানিয়েছেন। তারা মেধা ও অভিজ্ঞতা দিয়ে জাতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকগণ হলেন মো. মোস্তাফিজুর রহমান (উদ্ভিদবিজ্ঞান), তামান্না নাসরিন (প্রাণিবিদ্যা), মো. ফারুকুর রহমান ফয়সল (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ), জেসমিন আরা (ফিশারীজ বিভাগ), এস. এম. ফরিদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ), মো. হাবিবুর রহমান, ফারজানা নাসরিন, মো. মাইন উদ্দীন আহম্মেদ, সঞ্জয় বল, মো. আ. কুদ্দুস, মো. জিয়াউর রহমান (ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ), মো. আশরাফুল আলম ও মো. সাজ্জাদ হোসেন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), শমরিতা আলম (অর্থনীতি বিভাগ), মো. নূর-এ-আলম সিদ্দিকী (এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনসন), আব্দুল মালেক (গণিত বিভাগ), নিশাত ফাতেমা (পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট), মোসা. মৌসুমী আখতার (ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ), কাজী শুসমিন আফসানা (নাট্যকলা বিভাগ), মোহা. আহমাদুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ), সাদ্দাম হুসাইন (বাংলা বিভাগ)।
এমফিল ডিগ্রিপ্রাপ্ত গবেষকগণ হলেন- মো. ফজলুল কবীর ভূইয়া (ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস), ফারজানা খানম ক্যামেলিয়া (রসায়ন বিভাগ), ফারহানা আলম, মো. জহুরুল ইসলাম সরকার, গাজী মাহমুদ হাসান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), মো. মামুনূর রশীদ সরকার (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), সোহেল রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. আল আমিন মোল্লা (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), মো. মনিরুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট)।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ২৬১তম সভার সুপারিশক্রমে সিন্ডিকেটে এ অনুমোদন দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি