সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
পরীমণি (ছবি ফেসবুক থেকে সংগৃহীত)
এবারের জন্মদিনে জমকালো আয়োজন নেই কেন পরীমণির?
অনলাইন ডেস্ক
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন আগামীকাল মঙ্গলবার। রাত পোহালেই জন্মদিন, অথচ তেমন আয়োজনের ঘনঘটা নেই এবার। নেই সাজসাজ রবও। পরীমণিও আছেন অনেকটা চুপচাপ! হয়তো এই ঘটনায় অনেকে চমকে যেতে পারেন। কারণ গত কয়েক বছর ধরে তিনি বেশ জমকালো ভাবেই উদযাপন করেন এই দিনটি। জন্মদিন নিয়ে গণমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তাহলে এবার কেন অনীহা আয়োজন নিয়ে। প্রশ্ন জাগতে পারে পরীর এবার কী হয়েছে?
মহাসমারোহে জন্মদিন উদযাপন করা পরীমণির নীরব থাকার কারণটাও জানা গেল অবশেষে। নিজেই জানালেন সেই কথা।
বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ‘জন্মদিনটা আমার জন্য বরাবরই আনন্দের এবং বিশেষ কিছু। আর সেই জন্মদিনের কেকটা কাটি আমার জীবনের বিশেষ ও গুরুত্বপূর্ণ মানুষ নানার হাত ধরে। তবে অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নানা। বেশ কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে আছেন।’
নানার অসুস্থতার কারণে শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন পরী। সবমিলিয়ে জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপনের অবস্থায় নেই বলেই জানালেন এই অভিনেত্রী।
তবে ২৪ অক্টোবর না পারলেও সবাইকে নিয়ে একটু দেরিতে হলেও জন্মদিনের অনুষ্ঠনটা উদযাপন করতে চান তিনি।
পরীমণি অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হলো- ‘রক্ত’, ‘ধূমকেতু’, ‘অন্তরজ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্ফুলিঙ্গ’, ‘মুখোশ’, ‘মা’ ইত্যাদি।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি