সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সবাইকে নিয়ে পুলিশ সর্তক অবস্থায়
অনলাইন ডেস্ক
আপনারা জানেন শাল্লা হচ্ছে আমাদের পুলিশ প্রধান (চৌধুরী আবদুল্লাহ আল মামুন) স্যারের বাড়ি। উনি সার্বক্ষণিক দেশের সব জায়গায় পূজা মন্ডপ পর্যবেক্ষণ করছেন। স্যার সুযোগ থাকলে অবশ্যই শাল্লার পূজায় আসতেন। শারদীয় দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনেক আগে থেকেই আপনাদের সাথে সমন্বয় করে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চমৎকার পরিকল্পনা আমর গ্রহন করেছি। আমরা এবছর প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও আমাদের সবার উদ্যোগে সিসি ক্যামেরা সম্পূর্ণভাবে লাগানো হয়েছে।
আমাদের পুলিশ প্রধান (চৌধুরী আবদুল্লাহ আল মামুন) স্যারের পক্ষ থেকে এবং সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ধর্ম যায় যার উৎসব সবার। আমাদের অসম্প্রদায়িক চেতনা ও সামাজিক সম্প্রতি অক্ষুণ্ণ রাখতে আপনাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক সর্তক অবস্থায় আছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নি। আগামী কাল বিজয়া দশমীতে মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সবাইকে নিয়ে সুন্দরভাবে শেষ করব।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলায় সদর সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শাল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সুনামগঞ্জের উদ্দেশ্যে গমন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, সহকারী পুলিশ সুপার (দিরাই-শাল্লা) সার্কেল শহীদুল হক মুন্সী, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শাল্লা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, কালী মন্দির সর্বজনীন শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক শিক্ষক অনাদি তালুকদার, পূজারীবৃন্দ, দর্শনার্থী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি