ছাতকে নোয়ারাই ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

ছাতকে নোয়ারাই ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা

ছাতক প্রতিনিধি ::
ছাতকের নোয়ারাই ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উত্তর সুরমা আজমত আলী স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আবু আশফাকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন।

বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার খান মখন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বর্তমান সাধারণ সম্পাদক মাস্টার আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ ভুট্টো, প্রচার সম্পাদক উস্তার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কামরুজ্জামান দিলাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য লুত্ফুর রহমান লিটন, সায়েস্তা তালুকদার রবি, দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওসার তালুকদার, উত্তর খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মুহাম্মাদ আবদাল, ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার রেজওয়ান, লায়েক আহমদ, ফয়সল আহমদ শাহাদাত হোসেন লিটন, খালেদ আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা ক্বারী হাফিজুর রহমান।সভায় নোয়ারাই ইউনিয়ন ছাত্রলীগকে সু-সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ