সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
নিজ এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনে শমসের মবিন
অনলাইন ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শমসের মবিন চৌধুরী।
রোববার (২২ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
ঢাকাদক্ষিণে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে গেলে তাকে অভ্যর্থনা জানান পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিষু ভূষন দেব, বিদ্যুৎ ভূষন দেব, যুগ্ম সম্পাদক উজ্জল দেব মিটু, সাধারণ সম্পাদক বিষলো ভট্টাচার্য বাবলু, সহ সাধারণ সম্পাদক গোপাল বর্ধন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক। এদেশে কোন ভেদাভেদ নেই। জাতি ধর্ম বর্ণ কোন বিভাজন নেই। এদেশ হলো গনতান্ত্রিক রাষ্ট্র। সকলের রয়েছে সমান অধিকার। এদেশ হলো সকল মানুষের দেশ। তিনি বলেন আমি নিজে একজন মুক্তিযুদ্ধা। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৯৭১সালে দেশ স্বাধীন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্বক আহত হয়েছি। জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তৃন্নমূল বিএনপির সিলেট জেলা শাখার আহবায়ক এমএ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাকার আহবায়ক সানাৎল হক। পরে তিনি ভাদেশ্বর খমিয়া পাতন সর্বজনীন পূজা মন্ডপ ও বিয়ানীবাজারের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এদিকে গত সোমবার (১৬ অক্টোবর) তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে নিজ এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন বিএনপির নেতাকর্মীরা। ওইদিন বিকালে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এই ঘোষণা দেয়। সমাবেশ শেষে শমসের মবিন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন তারা।
অবাঞ্চিত ঘোষণার পর তিনি রোববার রাতে নিজ এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি