শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ওসমানীনগর থানার এস.আই সুবিনয়

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ওসমানীনগর থানার এস.আই সুবিনয়

ওসমানীনগর প্রতিনিধি :: কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসমানীনগর থানায় কর্মরত এস.আই সুবিনয় বৈদ্য।

কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মোঃ ইমরান হোসেন পুরস্কার প্রদান করেন। সিলেটের শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে তাকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। একই সাথে এ স্বীকৃতির ফল সরুপ কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার আহবান জানানো হয়।

পুরস্কৃত হওয়ায় প্রতিক্রিয়ায় ওসমানীনগর থানার এস আই সুবিনয় বৈদ্য জানান,এই কৃতিত্ব আমার নয়,এর দাবিদার বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সকলের।কৃতিত্বকে ধরে রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরোও গতিশীল করার কাজের প্রত্যয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ