‘ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক ব্যক্তি’

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

‘ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক ব্যক্তি’

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক ব্যক্তি বলে আখ্যায়িত করেছে বিজ্ঞানভিত্তিক বিশ্ববিখ্যাত জার্নাল দ্যা ল্যানচেট। ট্রাম্প যেভাবে করোনাভাইরাস মোকাবেলা করেছেন তাকে একটি বিপর্যয় উল্লেখ করেছে ওই জার্নাল।

ল্যানচেটের বিশেষ সম্পাদকীয়তে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে জনস্বস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানে রাজনৈতিক, হস্তক্ষেপের মতো বিষয়ও। বিশেষত যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে হস্তক্ষেপের কথা বলা হয় সম্পাদকীয়তে।

এতে উল্লেখ করা হয়, ট্রাম্প সরকারের বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে করোনাভাইরাস মোকাবেলায় বিপর্যয় নেমে এসেছে।

তাকে ভোট না দেয়ার জন্য মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এর আগে আরও একাধিক বিজ্ঞান জার্নাল ট্রাম্পকে বর্জনের আহ্বান জানিয়ে বিশেষ নিবন্ধ ও সম্পাদকীয় প্রকাশ করেছে। দ্যা ল্যানচেটের আগে নিউ ইংল্যান্ড জার্নাল একই ধরনের আহ্বান জানায়। খবর ফ্রান্স ২৪।ৎ

নিউ ইংল্যান্ড জার্নাল ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে ভোট দেয়ার অনুরোধ করেছিল ভোটারদের। এক্ষেত্রে ল্যানচেট পরিবর্তনের কথা বললেও সরাসরি বাইডেনের পক্ষে সমর্থনের কথা ঘোষণা করেনি।

দেশটিতে দৈনিক নতুন সংক্রমণ লাখ ছাড়িয়ে গেছে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখের রেকর্ড। এছাড়া মৃত্যুর ক্ষেত্রে সবার উপরে দেশটির অবস্থান। এ পর্যন্ত দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ