সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
সিলেটে জমিয়তের কর্মী সভায় আল্লামা রায়পুরী
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া
জাতীয় নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না
সংবাদ বিজ্ঞপ্তি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার কর্মী সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সভাপতি শায়খূল হাদীস মাওলানা হাফেজ মনসুরুল হাসান রায়পুরী বলেছেন বর্তমান সরকার এদেশের মানুষের সকল নাগরিক অধিকার কেড়ে নিয়েছে, দ্রব্য মূল্যের উর্ধগতি এবং তারুল্য সংকটের কারণে মানুষ মানবেতর জীবন যাপন করছে। তিনি বলেন গত ১৫ বছর থেকে স্বৈরাচার এ সরকার জগদ্দল পাথরের মত জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের গণতন্ত্রকামী জনতার আন্দোলন এখন তুঙ্গে, এবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে জনতার দাবি মেনে নিয়ে সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য সরকার কেই দায়ভার নিতে হবে। তিনি ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সহযোগিতার জন্য বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ কে এগিয়ে আসার আহ্বান জানান।
গত ২২ অক্টোবর হোটেল পলাশে অনুষ্ঠিত কর্মী সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
প্রধান বক্তা চলমান আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব শায়খূল হাদীস মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম।
সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব, মাওলানা অলিউল্লাহ আরমান, জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসাইন, সম্বর্ধিত অতিথি জমিয়তে সদ্য যোগদান কারী সৈয়দ তালহা আলম, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুফতি আলতাফুর রহমান, মাওলানা শায়খ আব্দুল মালিক জেলা সহ-সভাপতি মাওলানা মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দি, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মহানগর জমিয়তের নেতা এম বেলাল আহমদ চৌধুরী, যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, হাফিজ মাওলানা হোসাইন আহমেদ, ছাত্রনেতা মিজানুর রহমান শিপু ও ইসহাক হোসেন ইউসুফ আল আজাদ প্রমুখ।
সভার শুরুতে সুনামগঞ্জ ছাত্র জমিয়তের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফেজ সৈয়দ মনির আহমদ স্থায়ীভাবে যুক্তরাজ্য গমন উপলক্ষে সম্মাননা স্মার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি