সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
কমলগঞ্জ নিজ এলাকায় নিরবে সেবা দিচ্ছেন ডাক্তার এন.কে. সিনহা
স্বপন দেব,নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ এলাকায় নিরবে সেবা দিচ্ছেন বিগত পঁচিশ বছর ধরে ডা. এন.কে.সিনহা। তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান। প্রতি বছর পূজার সময়ে ছুটিতে এসে উপজেলার আদমপুর ইউনিয়নের তিলকপুরস্থ গ্রামের বাড়িতে বিনামূল্যে এলাকার দরিদ্র রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করছেন। এবছর ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে ঔষধপত্রও দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, এবছর দুর্গা পূজার ছুটিতে আসার পর ডা. এন.কে. সিনহা গত রোববার সকাল ৯টা থেকে নিজ বাড়িতে বিনামূল্যে রোগী দেখছেন। রোগী দেখার পর ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে ঔষধপত্রও প্রদান করছেন। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫০ জন রোগী দেখে বিনামূল্যে ঔষধপত্রও প্রদান করছেন। সোমবার ও মঙ্গলবার একইভাবে রোগী দেখবেন। এতে প্রায় পাঁচ শতাধিক রোগী দেখে বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হবে। গ্রামের মধ্যে এধরণের একজন চিকিৎসকের মহতি উদ্যোগ এলাকার লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। চিকিৎসা গ্রহণের জন্য নারী, শিশুসহ শতাধিক রোগী বাড়ির উঠানে অপেক্ষা করছেন।
চিকিৎসা নেয়া রহিমা বেগম বলেন, বিনামূল্যে সময় নিয়ে নাক, কান ও গলা পরীক্ষা করে প্রেসক্রিপশন দিয়েছেন এবং ঔষধপত্রও দিয়েছেন। এটি আমাদের মতো গরীব লোকেরা খুবই উপকৃত হচ্ছি। নিজ বাড়িতে মেডিকেল ক্যাম্প বিষয়ে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. এন.কে.সিনহা বলেন, বিগত পঁচিশ বছর যাবত আমি এলাকার মানুষদের মধ্যে এই সেবা দিয়ে যাচ্ছি। এবছর বিনামূল্যে ঔষধও ফ্রি দিচ্ছি। এতে এলাকার দরিদ্র মানুষজন কিছুটা হলেও উপকৃত হচ্ছেন এবং মানুষের সেবা দিতে পারায় নিজেকেও ভালো লাগছে। এছাড়াও বাড়িতে আসলে আমি বিনামূল্যে রোগীদের সেবা দিয়ে থাকি। এবছর টানা পাঁচদিন রোগী দেখবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি