সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি, পর্যটকদের সতর্কতা
অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের মোকাবেলায় কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বিশেষ করে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সাগরে না নামতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় পরিস্থিতিতেও কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে প্রচুর পর্যটক। আজ বুধবার বিজয়াদশমীতে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ বিসর্জন হয়ে থাকে। এটি দেখতে সৈকতে সমাগম হয় প্রচুর পর্যটক। কিন্তু ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত জারি হওয়ায় তারা সৈকতে গোসল করতে পারছে না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতে বিপদ সংকেতের অংশ হিসেবে পর্যটকদের সতর্কতা হিসেবে মাইকিং করা হচ্ছে। এছাড়া সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড কর্মীরা পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং করা হচ্ছে।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সোমবার রাত থেকে কক্সবাজার ও উপকূল এলাকায় বৃষ্টি হচ্ছে। এছাড়া আজ মঙ্গলবার ও বুধবার কক্সবাজার সমুদ্র উপকূলসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। কক্সবাজার সমুদ্র উপকূলকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। উপকূলের নৌযান এবং মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড় হামুনে মোকাবেলায় জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা করা হয়েছে। উপকূল এলাকায় লোকজনদের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে ইতোমধ্যে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি