সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩
আওয়ামী লীগের আমলে গুলি নয়, কৃষকরা ফ্রি সার পায়: আমু
অনলাইন ডেস্ক
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেছেন, বিএনপির সময় সার আনতে গিয়ে গুলি খেয়ে কৃষকদের মরতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষক বাঁচাতে বিনামূল্যে সার দিচ্ছে। কৃষি খাতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে। এজন্যই আমরা খেয়ে পরে বেঁচে আছি। আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার।
তিনি বলেন, সারের জন্য আন্দোলরত কৃষকদের বিএনপি গুলি করে মেরেছে। আর আওয়ামী লীগ সরকার ফ্রি কৃষি উপকারণ দিচ্ছে কৃষকদের। এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
সোমবার বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আমু।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ প্রমুখ।
কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার ৩৯৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হবে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে এক হাজার কৃষককে বিনামুল্যে সার ও বীজ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি