সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
ইরাকে মার্কিন ঘাঁটিতে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের সেনারা
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানের হাত নেই : ইরানের দূত
অনলাইন ডেস্ক
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইয়্যেদ ইরাভানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানের কোনো ভূমিকা নেই।
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত সিএনএনকে বলেন, সহযোগিতা ও সমন্বয় রয়েছে। কিন্তু ইরান এসব অভিযানের কোনোটিই পরিচালনা করছে না।
সিরিয়া ও ইরাকে মার্কিন বাহিনীর ওপর যেকোনো হামলা সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘নিজস্ব সিদ্ধান্তে এবং নিজস্ব নির্দেশে’ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি ইরান এই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনো হামলার সঙ্গে জড়িত নয়।
বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কা প্রকাশ করে ইরাভানি বলেন, ইসরায়েলের সংঘাত নিয়ন্ত্রণে জাতিসংঘে মার্কিন দূতের সঙ্গে তার কোনো ‘সরাসরি কথোপকথন’ হয়নি।
ইরাভানি বলেন, ইরান ‘জোর’ দিয়ে বলেছে যে, আমরা এই যুদ্ধফ্রন্টটি প্রসারিত করতে যাচ্ছি না। এই অঞ্চলে মিত্রদের শান্ত করার জন্য কাজ করছে তেহরান। তবে অন্যদের তাদের নিজ নিজ ভূমিকা পালন করা প্রয়োজন। এটা দ্বারা তিনি গাজায় আক্রমণ বন্ধ করার ইঙ্গিত দেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি