সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
মানুষকে ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র নেই : কাদের সিদ্দিকী
অনলাইন ডেস্ক
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, মানুষকে ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র নেই। গায়ের জোরে অল্প সময়ের জন্য কাউকে বশ করা যায় কিন্তু গায়ের জোরে কোনো সমাজ বা ব্যক্তিকে বেশি দিন বশে রাখা যায় না।
রবিবার সকালে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নতুন কমিটি প্রকাশের পর তিনি এসব কথা বলেন। এ কমিটিতে আলহাজ আব্দুস সবুর খানকে সভাপতি এবং সানোয়ার হোসেন সজীবকে সাধারণ সম্পাদক হিসেবে নাম প্রকাশ করা হয়। কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে মনে হয় না এতো সুন্দর ও নির্ভেজাল কোনো উপজেলা কমিটি করেছি।
কাদের সিদ্দিকী বলেন, আমি আজ থেকে পঁচিশ বছর আগে গামছার দল করেছিলাম এই সখীপুর থেকে। আমি সেদিন যতোটা খুশি হয়েছিলাম আজকেও ততোটা খুশি হয়েছি।
তিনি বলেন, মানুষের সাথে বেশিদিন সুসর্ম্পক রাখতে হলে, টিকে থাকতে হলে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে। ভালোবাসা ছাড়া দ্বিতীয় কোনো পদার্থ নেই যা দিয়ে মানুষকে জয় করা যায়। টাকা দিয়ে কোনো জিনিস কেনা যায়, কিন্তু মানুষ কেনা যায় না।
সখীপুর পৌর এলাকায় কাদের সিদ্দিকীর বাস ভবনের সামনে এ সময় বক্তৃতা করেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, নবগঠিত কমিটির সভাপতি আলহাজ আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক মো. আয়নাল হক প্রমুখ। এ সময় পৌর সভাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি