বানিয়াচংয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

বানিয়াচংয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

বানিয়াচংয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টার দিকে বানিয়াচং উপজেলার বানিয়াচং আইডিয়েল কলেজ হলরুমে মাদক, সন্ত্রাস, গুজব, নাশকতা, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বানিয়াচং আইডিয়েল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ মো. ফরিদ হুসেনের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপন।

নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বানিয়াচং আইডিয়েল কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এবং হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সাজেদুল হাসান প্রমূখ।

নারী সমাবেশে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ডেঙ্গু প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, তথ্য অধিকার আইন ২০০৯ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়।

নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

এর আগে সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার এবং পবিত্র গীতা পাঠ করেন ইতি রাণী গোপ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ