গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মঙ্গলবার

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মঙ্গলবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে
শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মঙ্গলবার

সংবাদ বিজ্ঞপ্তি

 

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী ২১ নভেম্বর মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তুমপুর ইউনিয়নের টুকইর ভটের বাড়িতে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৭টা ১৫ মিনিটে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর (প্রাতঃ মধ্যাহ্ন ও সায়াহ্ন) ত্রিকাল বিহিত পূজা ও ভৈরবস্থলীতে শ্রী শ্রী মহাকাল ভৈরবের পূজারম্ভ। সকাল ১০টায় শ্রী শ্রী চন্ডিপূজা ও দেবী মাহাত্ম্য পাঠ। বেলা ২টা ৩০ মিনিটে মহাপ্রসাদ আস্বাদন, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি ও রাত ৮টা থেকে রাত্রিব্যাপী সংকীর্তন অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী পূজা অর্চনা সফল করার জন্য পরিবারের পক্ষ থেকে এডভোকেট সন্তোষ কান্তি ভট্টাচার্য্য সকল পুণ্যার্তীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি