জাসদের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

জাসদের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু

জাসদের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু

অনলাইন ডেস্ক

 

প্রথম দিনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১৩ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।জাসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রাথমিক মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।

আজ শনিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু। এসময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এমপি এবং সদস্য এড. রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে হাসানুল হক ইনু বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে নির্বাচন কমিশন কর্তৃক সংবিধান অনুযায়ী যথা সময়ে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্যদিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথরুদ্ধ হয়ে গিয়েছে। সংবিধান সমুন্নত হয়েছে।
ইনু সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে ভুল স্বীকার করে, তওবা করে জনগণের কাছে মাফ চেয়ে, নাকে খত দিয়ে স্বাভাবিক-গণতান্ত্রিক-সাংবিধানিক-নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রথম দিনেই স্ব শরীরে হাজির হয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১, কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম যশোর-৩, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪, নইমুল আহসান জুয়েল নোয়াখালী-২, মোহাম্মদ মোহসীন বরিশাল-৬, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ-৬, জাহিদুল আলম মাগুরা-১, জসিমউদ্দিন বাবুল চট্টগ্রাম-১১, জায়েদুল কবির নরসিংদী-২, শরিফুল কবির স্বপন কুষ্টিয়া-১, জহিরুল হক মন্ডল বাচ্চু গাজীপুর-৩, আব্দুর রাজ্জাক বগুড়া-৭, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন ঢাকা-১৫, হারুন অর রশিদ সুমন নোয়াখালী-২, অ্যাড. হাসান আকবর আফজল হারুন বগুড়া-১, এড. নীলঞ্জনা রিফাত সুরভী ঢাকা-৮, মনির হোসেন মজুমদার চাঁদপুর-৫, শহিদ আলমগীর চাঁদপুর-২, সিদ্দিকুল আলম মামুন বগুড়া-৪, মোহাম্মদ ফিরোজ শাহী শরিয়তপুর-১, এড. আবু মো. হানিফ ঢাকা-১৪, জুলফিকার মান্নান জামী রাজশাহী-৬, সাজ্জাদ হোসেন বরিশাল-২, আবু জাফর সূর্য বরগুনা-১, মীর্জা মো. আনোয়ারুল হক ঢাকা-১৪, ফরিদ উদ্দিন আহমেদ কুমিল্লা-৫, অ্যাড. মোহাম্মদ সেলিম লক্ষ্মীপুর-৪, শরফুদ্দিন হোসেন কিশোরগঞ্জ-১, ধীমন বড়ুয়া ঢাকা-১৭, মনিরুল ইসলাম কুমিল্লা-৬ আসন এবং অনলাইনে শেখ মো. ওবায়দুস সুলতান বাবলু সাতক্ষ্মীরা-১, অধ্যক্ষ আশেক-ই-এলাহী সাতক্ষ্মীরা-৪, কুমারেশ রায় রংপুর-২, মো. ফারুক আহমেদ লাবু পঞ্চগড়-১, অধ্যাপক তরিকুল ইসলাম পঞ্চগড়-২, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী রাজশাহী-২, শাহ আলম বিশ্বাস দিনাজপুর-৬, এড. মোস্তাফিজার রহমান বুলু রংপুর-১, অধ্যক্ষ রাজিউর রহমান ঠাকুরগাঁও-২, এড. লিয়াকত আলী দিনাজপুর-৪, অধ্যাপক আজিজুল হক নীলফামারী-৩, আজিজুল ইসলাম নীলফামারী-৪, গোলাম মারুফ মনা গাইবান্ধা-২, এস এম খাদেমুল ইসলাম খুদী গাইবান্ধা-৩, মো. মনিরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ-৩, মো. শওকত আলী কিশোরগঞ্জ-৩, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু পটুয়াখালী-৪, আনোয়ারুজ্জামান চুন্নু পটুয়াখালী-২, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ভোলা-১, মনিরুল ইসলাম লিটন শেরপুর-১, অ্যাড. গিয়াসউদ্দিন ময়মনসিংহ-৯, এ কে এম অহিদুল ইসলাম কবির সুনামগঞ্জ-১, অ্যাড. আখতার হোসেন সাঈদ ব্রাহ্মণবাড়িয়া-৫, নাজমুল হক সুনামগঞ্জ-৩, অ্যাড. নইমুল হক চৌধুরী টুটুল কক্সবাজার-৩ সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫০০০ টাকা প্রদান করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। বহু আসনেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ