সিলেটে ৫৭তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত পরস্পরের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের আহ্বান

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

সিলেটে ৫৭তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত পরস্পরের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের আহ্বান

সিলেটে ৫৭তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত
পরস্পরের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি

 

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে পালিত হলো ৫৭তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আবুল ফতেহ ফাত্তাহ। অধ্যক্ষ সুজাত আলী রফিকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব’র সাধারণ সম্পাদক সোয়েব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক নন্দলাল শর্মা, অনুপা নাহার ওয়ালেদা, অধ্যাপক রাহেনা হক, উর্মী ঘোষ, সোয়াইব আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারী আমাদের যে বিষণ্নতার দিকে ঠেলে দিয়েছিল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তা কাটিয়ে উঠবো। চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, যেকোনো দূর্যোগ ও সংকট মোকাবেলায় প্রস্তুত আছে। এসময় বক্তারা পরস্পরের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের আহ্বান জানান।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেক কেটে ৫৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়।