সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
ভারত বিশ্বকাপ জিতলে ১০০ কোটি রুপি বিলিয়ে দেবেন তিনি!
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ জ্বরে কাঁপছে ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপটা ঘরে তুলতে ভারতীয় সমর্থকদের যেন আর তর সইছে নাা। আর ঠিক সেই মুহূর্তে এক অদ্ভূত কাণ্ড ঘটালেন ‘অ্যাস্ট্রোলক’ নামে এক অনলাইন জ্যোতিষ সংস্থার সিইও। সংস্থার কর্ণধার পুনিত গুপ্ত জানিয়েছেন, ভারত ট্রফি জিতলে তার সংস্থার সকল গ্রাহকের মধ্যে ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন। এমন ঘোষণায় নড়েচড়ে বসেছেন অনেকেই।
পুনিতের কথায়, ‘২০১১ সাল, তখন আমি কলেজে পড়তাম। ভারতের বিশ্বকাপ জেতার সেই মুহূর্ত মনে দাগ কেটে গিয়েছে। কিন্তু তখন সেই আনন্দ প্রকাশ করার কোনও সুযোগ ছিল না। কিন্তু এ বার যখন ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে, তখন তো হাত গুটিয়ে বসে থাকা যায় না।’ তিনি আরও জানিয়েছেন, আগের বার শুধু বন্ধু এবং পরিবারের সঙ্গে ভারতের বিশ্বকাপ জেতার আনন্দ ভাগ করে নিয়েছিলেন তিনি। কিন্তু এ বার তার সংস্থার গ্রাহকেরাও আছেন। তারা সকলেই পরিবার-পরিজনের মতো। তাই ভারত ফাইনাল জিতলে সেই বাঁধভাঙা আনন্দ তিনি তাদের সঙ্গে ভাগ করে নিতে চান। তবে একটু অন্য ভাবে।
সংস্থার অর্থ দফতরের কর্মীদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেন, গ্রাহকদের মধ্যে ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি