নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ব্যারিস্টার সুমন

নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ব্যারিস্টার সুমন

 

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন।

রোববার (১৯ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

হবিগঞ্জ-৪ আসন থেকে নৌকা চান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা সায়েদুল হক চৌধুরী সুমন।

আসনটির বর্তমান সংসদ সদস্য মাহবুব আলী। তিনি সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।

এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রামে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীনরা।

এর আগে শনিবার প্রথম দিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ