সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
রহস্যজনক শ্বাসকষ্টে ভুগছে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যের সহস্র কুকুর
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অন্তত চারটি অঙ্গরাজ্যে বেশ কয়েকটি ল্যাবরেটরি কুকুরের রহস্যজনক শ্বাসকষ্ট নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই কুকুরগুলো একই ধরনের সংক্রমণজাতীয় কাশিতে ভুগছিল। পশু চিকিৎসকদের মতে, এই রোগ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে এই রহস্যজনক কাশি হচ্ছে জীবনঘাতী।
সংক্রমিত কুকুরগুলো প্রথমে কাশিতে আক্রান্ত হচ্ছে। পরে প্রাণীগুলো নিশ্চলতা ও ক্ষুধামন্দায় ভুগছে। পশু চিকিৎসকরা বলছেন, এই অসংজ্ঞায়িত রোগ অনেক কুকুরকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য করছে। আর বয়স্ক ও রুগ্ন কুকুরদে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে।
যদিও আক্রান্ত কুকুরের সংখ্যা কেমন সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান নেই। পশু চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরে একই ধরনের উপসর্গে ভোগা অনেক কুকুরের তারা চিকিৎসা করেছেন। কলোরাডো, রড আইল্যান্ডসহ অন্তত চারটি রাজ্যে কুকুরদের মধ্যে এমন উপসর্গ পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ বাকি রাজ্যগুলোতেও বিস্তার লাভ করতে পারে।
কলোরাডোর স্প্রিংসের নর্থ স্প্রিংস ভেটেনারি রেফারেল সেন্টারের প্রধান নির্বাহী ও পশু চিকিৎসক ডাক্তার লিন্ডসে গ্যানজার বলেছেন, তিনি গত অক্টোবর থেকে এমন উপসর্গের ৩৫টির মতো কুকুরের চিকিৎসা করেছেন। যার মধ্যে চারটি কুকুর মারা গেছে বা মুমূর্ষু হয়ে পড়েছে। আর কয়েকটি শুধু কাশি ছিল আর বাকিরা নিউমোনিয়ায় ভুগেছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি