মশক নিধন কার্যক্রম আরও জোরদারের নির্দেশ ডিএসসিসির

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৩

মশক নিধন কার্যক্রম আরও জোরদারের নির্দেশ ডিএসসিসির

প্রতীকী ছবি

মশক নিধন কার্যক্রম আরও জোরদারের নির্দেশ ডিএসসিসির

 

অনলাইন ডেস্ক

 

 

৭৫ ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার এবং আরও গতিশীল করতে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির ওয়ার্ড পর্যায়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

ডা. ফজলে শামসুল কবির বলেন, বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের উপর পাক্ষিক পর্যালোচনা সভায় মেয়রের নির্দেশনা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে- প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কর্মীরা ঠিকমতো কাজ করছে কি না এবং মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না- তা দেখতে কাউন্সিলরদের তদারকি জোরদার করতে হবে।
পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে নির্বাহী কর্মকর্তারা এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়গুলো তদারকি ও মনিটর করবেন। সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিদিন ন্যূনতম ২টি ওয়ার্ডের মশক নিধন কাজ পরিদর্শন ও তদারকি করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনোভাবেই যেন মশার উপদ্রব না বাড়ে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে মশক কর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালন এবং মশক নিধনে ব্যবহৃত যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন