সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩
সিলেটে বইপড়া উৎসব এর উদ্বোধন ৯ ডিসেম্বর
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটে ‘জেলা পরিষদ – ইনোভেটর বইপড়া উৎসব’ এর উদ্বোধন ও বই বিতরণ আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঐদিন বেলা ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসময় আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে বইপড়া উৎসবের নির্বাচিত বই তুলে দেয়া হবে।
এতে শিক্ষার্থীদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে এসে বই গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইনোভেটরের নির্বাহী সঞ্চালক এবং বইপড়া উৎসবের প্রধান উদ্যেক্তা প্রণবকান্তি দেব জানান, চলতি আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এ বছর দুটি বিভাগে ৮শ শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার জেলার শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, এবছর সিলেট জেলার উপজেলা পর্যায়েও এ বইপড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি উপজেলাতে ১শ জন শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে “”জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস” স্লোগানকে সামনে নিয়ে ইনোভেটর ২০০৬ সাল থেকে বইপড়া উৎসব এর আয়োজন করে আসছে।
গত তিন বছর ধরে জেলা পরিষদ, সিলেটের পৃষ্ঠপোষকতায় ‘জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর’ বইপড়া এ উৎসব আয়োজিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি