আওয়ামীলীগের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন নাদেল

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

আওয়ামীলীগের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন নাদেল

আওয়ামীলীগের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন নাদেল

 

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনের নৌকার প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচন প্রত্যাহার করলেও তাদের অনেক নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিচ্ছে। জনগন এখন নির্বাচনমুখী।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর ও জামাল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহসভাপতি আতাউর রহমান শামীম, অরবিন্দু ঘোষ, সিএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, আব্দুল কাদির ও পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, খোরশেদ আহমদ সুইট, সৈয়দ একেএম নজরুল ইসলাম, আব্দুর রব মাহবুব, খলিলুর রহমান, ওদুদ বখস, আব্দুল মালিক, মহিবুল ইসলাম আজাদ, আকবর আলী সোহাগ ও মো. আব্দুল মালিক।
আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ দফতর সম্পাদক আব্দুল হাই শামীম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, ধর্মবিষয়ক বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন চিনু, কোষাধ্যক্ষ খালেক আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম সোহাগ।