বাজপাখির জন্য বিমানের ৮০ সিট বুক করেছিলেন এক সৌদি যুবরাজ?

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

বাজপাখির জন্য বিমানের ৮০ সিট বুক করেছিলেন এক সৌদি যুবরাজ?

বাজপাখির জন্য বিমানের ৮০ সিট বুক করেছিলেন এক সৌদি যুবরাজ?

অনলাইন ডেস্ক

 

সৌদি রাজপরিবারের বিলাসিতার ব্যাপারটি বিশ্বজুড়েই চর্চিত। তাদের অদ্ভুত সব কাণ্ডও অচেনা কিছু নয়। তবে এক সৌদি যুবরাজের কাণ্ড যেনো অনেক কিছুইকেই ছাড়িয়ে গিয়েছিল। ঘটনাটি অবশ্য কয়েক বছর আগের। তবে সম্প্রতী একজন সেই ঘটনাটির ছবি অনলাইনে শেয়ার করার পরই ফের আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে দাবি করা হয়, নিজের পোষা বাজপাখির জন্য বিমানের ৮০টি সিট বুকিং দিয়েছিলেন এই রাজপুত্র।
সিএন ট্রাভেলারের দেওয়া তথ্য মতে ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। সে বছর সৌদি রাজপরিবারের একজন তার পোষা পাখির জন্য বিমানের সব আসন কিনে নিয়েছিলেন। তিনি তার পাখিগুলোর ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করতেই এমনটা করেছিলেন।

রেডিটে ছবিটি শেয়ার করা লেনসো নামের ব্যবহারকারী বলেছেন, তার বিমান চালক বন্ধু তাকে এই ছবিটি পাঠিয়েছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, সৌদি যুবরাজ তার আশিটি বাজপাখির জন্য বিমানের সিট বুক করেছেন।

সিএন ট্রাভেলার বলছে, মধ্যপ্রাচ্যে বিমানে করে বাজপাখিদের নিয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। আরবদের অনেকেই শখ করে বাজ পোষেন এবং সেগুলো দিয়ে পাখি শিকার করে মজা পান। এটা এখন তাদের সংস্কৃতিরই অংশ।

 

বিডি প্রতিদিন