সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
মো. শহীদ উল্লা খন্দকার। ফাইল ছবি
‘একাত্তরের বিজয় সারাবিশ্বের মুক্তিকামী মানুষকে আজীবন সাহস যোগাবে’
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সংসদীয় নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ এর উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি ও সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, ‘সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে অভাবনীয় উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে দেশবাসীকে বলতে চাই- আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসুন এবং নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে পুনরায় নৌকাকে বিজয়ী করুন। এ উন্নয়ন আরও কয়েক ধাপ এগিয়ে নিতে সহায়তা করুন।’
বিজয় দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সব শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণসহ তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বিজয় দিবসের এ শুভক্ষণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
তিনি বলেন, ‘বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়। ৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বপ্নের যে বীজ বপন হয়েছিল- তা একাত্তরে শোষণ, বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে মহান স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র লড়াই-সংগ্রামে রূপ নেয়।’
‘দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস আমাদের অহংকার। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে মহান মুক্তিযুদ্ধ আজীবন পথ দেখাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়। একাত্তরের বিজয় সারাবিশ্বের মুক্তিকামী মানুষকে আজীবন সাহস যোগাবে। আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অপরিসীম ত্যাগ ও আপসহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি