সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
আইএমএফের ঋণ
রিজার্ভে যুক্ত হলো ৬৮ কোটি ৯৮ লাখ ডলার
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) এ অর্থ দেশের রিজার্ভে যোগ হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।
এর আগে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) আইএমএফ’র প্রধান কার্যালয় ওয়াশিংটনে ডিসিতে পর্ষদ সভা ৬৮ কোটি ৯৮ লাখ ডলার দ্বিতীয় কিস্তির এ ঋণ অনুমোদন করে। বুধবার (১৩ ডিসেম্বর) মো. মেজবাউল হক জানান, অনুমোদিত ঋণ শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা হবে।
আইএমএফ’র ঋণের কিস্তি যোগ হওয়ার মধ্য দিয়ে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ালো এক হাজার ৯৮৫ কোটি ৮৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বিএসপিএম৬)। বা ১৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
একই সময়ে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়ালো দুই হাজার ৪৬২ কোটি বিলিয়ন ডলার (রিজার্ভে অর্থ থেকে গঠিত তহবিলসহ) । আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩১ কোটি ৭১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনীতির সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুন ভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে গত ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ। অবশেষে সেই ঋণ যোগ হলো।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি