সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
অনলাইন ডেস্ক :; গুরুতর অসুস্থ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের অবস্থার কিছুটা উন্নতি হলেও জীবন নিয়ে শঙ্কা এখনও কাটেনি।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে আমি ম্যাডামকে দেখে এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল, তবে এখনও শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন– তাকে এখনও অক্সিজেন দেয়া হচ্ছে। প্রেশার কম ছিল, সেটি এখন ইমপ্রুভ করেছে।
ধারণা করা হয়েছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কোভিড-১৯ আক্রান্ত। কিন্তু একাধিকবার নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
মূলত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।
সাহারা খাতুন টানা তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। তখন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন সাহারা খাতুন।
এর পর ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি