বিআরইবির নতুন চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তী

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

বিআরইবির নতুন চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তী

অজয় কুমার চক্রবর্ত্তী

বিআরইবির নতুন চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তী

অনলাইন ডেস্ক

 

 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অজয় কুমার চক্রবর্ত্তী। তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলাদা আদেশে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মনোয়ার হোসেনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
অন্যদিকে, অপর প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সাহেদুল ইসলামকে দুবাইয়ে ডেপুটি কনসাল জেনারেল পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আগের চুক্তির অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত তার নিয়োগের মেয়াদ বেড়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বিডি প্রতিদিন