সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩
রুশ তারকাদের যে পার্টি নিয়ে ব্যাপক হৈ-চৈ
অনলাইন ডেস্ক
রাশিয়ায় তারকাদের এক পার্টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সেখানে বিভিন্ন রাজ্যের প্রখ্যাত সংগীতশিল্পীদের অনেকেই খোলামেলা পোশাকে যোগ দিয়েছিলেন।
খবরে বলা হচ্ছে, ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া এবং রুশ কর্তৃপক্ষ রক্ষণশীল সামাজিক অ্যাজেন্ডা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে, তখন ‘প্রায় নগ্ন’ ওই অনুষ্ঠানের আয়োজন করা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের কারও কারও বিরুদ্ধে মামলা হয়েছে। কাউকে কাউকে এরই মধ্যে কারাদণ্ডও দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় নাখোশ হয়েছেন বলে জানা গেছে।
আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট পুতিন আরও ছয় বছরের জন্য নির্বাচিত হতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। এমন সময় এ কেলেঙ্কারির ঘটনা ঘটল।
রাশিয়ার বিনোদন জগতের সেরা এসব তারকার পৃষ্ঠপোষকদের (স্পনসর) কেউ কেউ চুক্তি বাতিল শুরু করেছে। এ অবস্থায় তারকাদের অনেকেই অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
ওই অনুষ্ঠানে যে তারকারা যোগ দিয়েছিলেন, তাদেরই একজনের ব্যাখ্যা শুনছেন পুতিনের মুখপাত্র এমন একটি ভিডিও সামাজিক ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, ওই পার্টির ফুটেজ দেখার পর অনেকে অভিযোগ জানাতে শুরু করেন। এর মধ্যে ইউক্রেন রণাঙ্গনে যুদ্ধরত রুশ সেনারাও আছেন। ওই ঘটনার ছবি পুতিনের কাছে পৌঁছে যায়।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, এ কেলেঙ্কারির ঘটনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে তিনি অপারগ। এ জন্য তিনি ক্ষমা চান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাতে বার্তা সংস্থা উরা ডট আরইউয়ের প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছিলেন, তারা ‘কলঙ্কিত’ হয়েছেন, তবে এখনো তাদের শোধরানোর সুযোগ আছে।
রুশ কর্তৃপক্ষ, ক্রেমলিনপন্থী আইনপ্রণেতা ও ব্লগার, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও অর্থোডক্স গির্জা–সংশ্লিষ্ট সংগঠনগুলো এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছে। ডিমের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির মতো ঘটনাগুলোকে ছাপিয়ে এ কেলেঙ্কারির ঘটনা কিছুদিন ধরে সংবাদের শিরোনাম হচ্ছে।
রাশিয়ায় ইন্টারনেটে নিরাপত্তাবিষয়ক নজরদারি কর্তৃপক্ষ লিগ ফর আ সেফ ইন্টারনেটের পরিচালক ইয়াকাতেরিনা মিজুলিনা বলেন, ‘আমাদের লোকেরা যখন ইউক্রেনে সামরিক অভিযান চালাতে গিয়ে মারা যাচ্ছেন, যখন অনেক শিশু তাদের বাবাকে হারাচ্ছে, তখন এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করাটা নিষ্ঠুর আচরণ। আমাদের সম্মুখসারির সেনারা নিশ্চয়ই এ জন্য লড়াই করছেন না।’
ওই পার্টিতে অংশগ্রহণকারী ব্যক্তিদের অনেকে অডিও-ভিডিওয়ের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করছেন। তাদের একজন সাংবাদিক কাসেনিয়া সবচাক। তার প্রয়াত বাবা আনাতোলি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ছিলেন।
নির্বাচনকে সামনে রেখে পুতিন সামাজিক রক্ষণশীলতার মাত্রা বাড়িয়ে দিয়েছেন। পরিবারগুলোকে আট কিংবা ততোধিক সন্তান নিতে উৎসাহিত করা হচ্ছে। রাশিয়ার সুপ্রিম কোর্টের দেওয়া এক রুলে বলা হয়েছে, এলজিবিটি গোষ্ঠীর পক্ষের অধিকারকর্মীদের ‘চরমপন্থী’ হিসেবে বিবেচনা করতে হবে।
ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধকে যারা সমর্থন দিচ্ছেন, তাঁরা এ কেলেঙ্কারির ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। যুদ্ধে দুই পা হারানো এক যোদ্ধার ফুফু লিগ ফর সেফ ইন্টারনেটে দেওয়া পোস্টে লিখেছেন, নিজেদের ভুল শোধরাতে চাইলে তারকাদের উচিত তার স্বজনসহ অন্যদের জন্য কৃত্রিম পায়ের খরচ জোগানো। ওই নারী মনে করেন, এটাই ক্ষমা চাওয়ার সবচেয়ে ভালো উপায়।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি