সচিব পদে পদোন্নতি পেলেন সহিদউল্যাহ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

সচিব পদে পদোন্নতি পেলেন সহিদউল্যাহ

ড. মো. সহিদউল্যাহ

 

সচিব পদে পদোন্নতি পেলেন সহিদউল্যাহ

অনলাইন ডেস্ক

 

 

সচিব পদে পদোন্নতি পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. সহিদউল্যাহ।

তাকে পদোন্নতির পর জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে নিয়োগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া এস এম মাহবুবুর রহমান আরও এক বছর বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকছেন। অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানের আগামী ৩০ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা ছিল।

এখন তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে চুক্তিতে এক বছরের জন্য মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের এমডি নিয়োগ পেলেন। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিডি প্রতিদিন