জৈন্তাপুরে বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে গণসংযোগ ও মহিলা সমাবেশে ইমরান পত্নী ড. নাসরিন আহমদ

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

জৈন্তাপুরে বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে গণসংযোগ ও মহিলা সমাবেশে ইমরান পত্নী ড. নাসরিন আহমদ

জৈন্তাপুরে বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে গণসংযোগ ও মহিলা সমাবেশে ইমরান পত্নী ড. নাসরিন আহমদ

শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করুন

জৈন্তাপুর প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ)-এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সমর্থনে ও নৌকা মার্কার আয়োজনে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মহিলা সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রে-ভিসি ও এমপি ইমরান পত্নী ড. নাসরিন আহমদ বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করুন।
সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি জনগণ-কে ৭ জানুয়ারী’র ভোট উৎসবে অংশ গ্রহনের আহবান জানান। বৃহস্পতিবার (
২৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ এবং, চিকনাগুল ইউনিয়ন ও নিজপাট জৈন্তাপুর উপজেলা সদরে আয়োজিত মহিলা সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ কালে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানতে পেরেছি আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় এই সীমান্ত জনপদে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কাজ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের সংগঠন। মহান স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের মানুষের সকল মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। ৭-জানুয়ারী অনুষ্ঠিত ভোট উৎসবে মহান স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় পক্ষে ভোট দিয়ে ইমরান আহমদ-কে পুনরায় এমপি নিবার্চিত করার অনুরোধ করেন। পৃথকভাবে অনুষ্ঠিত
সভায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, তথ্য ও গবেষণা সম্পাদক চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক সম্পাদক মকবুল আলী মঙ্গল, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, সদস্য হানিফ আহমদ,সোহেল রানা,চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী, সাধারণ রহমত আলী,আওয়ামী লীগ নেত্রী প্রভাষক বিনা রানী সরকার,তাসলিমা বেগম,সুনারা বেগম রেহেনা বেগম। উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত মহিলা সমাবেশে আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা হায়দর আলী, আব্দুল জলিল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন,যুবলীগ সদস্য কামরান হোসেন, সুবাস দাস বাবলু, ছাত্রলীগ নেতা কুতুবউদ্দিন, নেহাল পাল,সাদিকুর রহমান, আরিফ রশিদ, মহিলা নেত্রী রিনা আক্তার,পেয়ারী বেগম, রিজু আক্তার ও মালেকা বেগম।
এছাড়া সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ