সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০
স্বপন দেব,মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন। জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। রোববার রাতে মৌলভীবাজারে নতুন করে আরো ১৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ। অন্যদিকে, জন প্রশাসন মন্ত্রণালয় থেকে জেলায় আবারও সাধারণ ছুটির ঘোষণা দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্তরা হলেন ১। রাসেল দেব(২২) পিতাঃ অজয় কান্ত াশ, গ্রামঃ শীলকুয়া, উপজেলাঃ বড়লেখা ২। মোঃ মিলা হোসাইন (২৪) পিতাঃ আবুলন কাশেম,গ্রাম রামপাশা,উপজেলা কমলগঞ্জ ৩। সাফি ( ৪১) পিতাঃ মৃত বরকত উল্লাহ, গ্রামঃ চৌমহনা,উপজেলা সদও ৪। প্রকাশ ভট্রার্চাজ(৩০) গ্রামঃ রঘুনন্দনপুর, উপজেলা সদর ৫। মিনা (৫৫),স্বামীঃ মোঃ বশির উদ্দিন গ্রামঃ বনবীথি,উপজেলা সদর, ৬। আলী আহমদ খান আমান(২৬) পিতাঃ মুনছুর আহমদ, গ্রামঃ সবুজবাগ,উপজেলা সদর, ০৭। প্রদীপ নাইডু (৪১)পিতাঃ জিতেন্দ্র নন্দি,গ্রামঃ মাশকান্দি, উপজেলা সদর ৮। সম্পা দেব ৩২),স্বামীঃৃপেশদাশ,গ্রামঃবাইড়কনা,উপজেলা সদর ।
৯। মোঃ নাজিম উদ্দিন, গ্রামঃকালাপুর,উপজেলা সদর ১০। মোঃ আরিফুল (২৯) গ্রামঃ কানিহাটি,উপজেলা সদর, ১১। সন্জয় দেব(৪৬) পিতাঃ সুকুমার দেব,গ্রামঃ শ্যামেরকোনা,উপজেলা সদর, ১২। শাহিদা (৪০),স্বামীঃ মেহেদী হাসান গ্রামঃ মাতারকাপন,উপজেলা সদর ১৩। মোঃ ইমাস হোসাইন (৩১) পিতাঃ মোঃ আব্দুল মান্নান,উপজেলা রাজনগর, মৌলভীবাজার। অফিসার সোনালী ব্যাংক রাজনগর ১৪। বদরুল ইসলাম (২৬) গ্রামঃ দিঘীরপাড়, উপজেলা কুলাউড়া ১৫। সুলতান আহমদ (৩৮),পিতাঃ মৃত কুদ্দুস, গ্রামঃ হাসনপুর,উপজেলা কুলাউড়া ১৬। আঃ হামিদ(৩৬) পিতাঃ মৃত মোবাশির আলী, গ্রামঃ তালিমপুর,উপজেলা বড়লেখা, ১৭। সুরুনজিত বিশ্বাস (২২),পিতাঃ বিপেন্দ্র বিশ্বাস, গ্রামঃ লক্ষিপুর,উপজেলা কুলাউড়া, ১৮। তপন াশ (২২),পিতাঃ জতিন্দ্র মহনাশ,গ্রামঃ খাদরেখা,উপজেলা কুলাউড়া।
রোববার পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট করোনা পজিটিভ রোগী ২৮৫ জন। সুস্থ হয়েছেন ৯৫ জন।
মৌলভীবাজারে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত ঃ জেলায় মোট আক্রান্ত ২৮৫, জেলায় আবারও সাধারণ ছুটি ঘোষন
স্বপন দেব,মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন। জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। রোববার রাতে মৌলভীবাজারে নতুন করে আরো ১৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ। অন্যদিকে, জন প্রশাসন মন্ত্রণালয় থেকে জেলায় আবারও সাধারণ ছুটির ঘোষণা দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্তরা হলেন ১। রাসেল দেব(২২) পিতাঃ অজয় কান্ত াশ, গ্রামঃ শীলকুয়া, উপজেলাঃ বড়লেখা ২। মোঃ মিলা হোসাইন (২৪) পিতাঃ আবুলন কাশেম,গ্রাম রামপাশা,উপজেলা কমলগঞ্জ ৩। সাফি ( ৪১) পিতাঃ মৃত বরকত উল্লাহ, গ্রামঃ চৌমহনা,উপজেলা সদও ৪। প্রকাশ ভট্রার্চাজ(৩০) গ্রামঃ রঘুনন্দনপুর, উপজেলা সদর ৫। মিনা (৫৫),স্বামীঃ মোঃ বশির উদ্দিন গ্রামঃ বনবীথি,উপজেলা সদর, ৬। আলী আহমদ খান আমান(২৬) পিতাঃ মুনছুর আহমদ, গ্রামঃ সবুজবাগ,উপজেলা সদর, ০৭। প্রদীপ নাইডু (৪১)পিতাঃ জিতেন্দ্র নন্দি,গ্রামঃ মাশকান্দি, উপজেলা সদর ৮। সম্পা দেব ৩২),স্বামীঃৃপেশদাশ,গ্রামঃবাইড়কনা,উপজেলা সদর ।
৯। মোঃ নাজিম উদ্দিন, গ্রামঃকালাপুর,উপজেলা সদর ১০। মোঃ আরিফুল (২৯) গ্রামঃ কানিহাটি,উপজেলা সদর, ১১। সন্জয় দেব(৪৬) পিতাঃ সুকুমার দেব,গ্রামঃ শ্যামেরকোনা,উপজেলা সদর, ১২। শাহিদা (৪০),স্বামীঃ মেহেদী হাসান গ্রামঃ মাতারকাপন,উপজেলা সদর ১৩। মোঃ ইমাস হোসাইন (৩১) পিতাঃ মোঃ আব্দুল মান্নান,উপজেলা রাজনগর, মৌলভীবাজার। অফিসার সোনালী ব্যাংক রাজনগর ১৪। বদরুল ইসলাম (২৬) গ্রামঃ দিঘীরপাড়, উপজেলা কুলাউড়া ১৫। সুলতান আহমদ (৩৮),পিতাঃ মৃত কুদ্দুস, গ্রামঃ হাসনপুর,উপজেলা কুলাউড়া ১৬। আঃ হামিদ(৩৬) পিতাঃ মৃত মোবাশির আলী, গ্রামঃ তালিমপুর,উপজেলা বড়লেখা, ১৭। সুরুনজিত বিশ্বাস (২২),পিতাঃ বিপেন্দ্র বিশ্বাস, গ্রামঃ লক্ষিপুর,উপজেলা কুলাউড়া, ১৮। তপন াশ (২২),পিতাঃ জতিন্দ্র মহনাশ,গ্রামঃ খাদরেখা,উপজেলা কুলাউড়া।
রোববার পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট করোনা পজিটিভ রোগী ২৮৫ জন। সুস্থ হয়েছেন ৯৫ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি