প্রশ্নবিদ্ধ ম্যাচে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

প্রশ্নবিদ্ধ ম্যাচে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক :; সেভিয়ার বিপক্ষে ড্র করে দুইটি পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এ সুযোগে মাঠে পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সাকে পেছনে ফেলল রিয়াল।

যদিও রিয়ালের এ জয় মেনে নিতে পারছে না সোসিয়েদাদ সমর্থক। ম্যাচটি প্রশ্নবিদ্ধ হয়ে থাকল ফুটবলপ্রেমীদের কাছে। ফলাফল ২-২তে ড্র হতে পারত বলে মনে করছেন তারা।

মাদ্রিদের জালে দুই গোল জড়িয়েছিল সোসিয়েদাদ। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে সোসিয়েদাদের প্রথম গোলটি বাতিল করে দেন রেফারি।

রোববার সোসিয়েদাদের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই জমেছিল। সমানে সমান লড়াই করেছে দুই দলই।

তবে ম্যাচের প্রথমার্ধে লক্ষ্যভেদ করতে পারেনি কোন দল। করিমা বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়ররা সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন।
গোলশূন্য থেকে দিতীয়ার্ধে নেমেই সোসিয়াদ রক্ষণভাগে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস।

গোল বাঁচাতে ডি-বক্সের মধ্যে তাকে ফাউল করে বসেন সোসিয়াদের আরেক ব্রাজিলিয়ান ডিয়েগো লরেন্তে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে লিড নেন মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।

এর কয়েক মিনিট পর পায়ের চোট নিয়ে মাঠ ছাড়েন রামোস। রিয়ালের রক্ষণভাগ সামলানোর দায়িত্ব এসে পড়ে মার্সেলো, রাফায়েল ভারানে, দানি কার্ভাহালদের ওপর।

ম্যাচের ৬৭ মিনিটের মাথায় বিয়ালের জালে বল জড়ান আদনান ইয়ানুজাই। কিন্তু ডি-বক্সের ভেতরে মিকেল মেরিনো অফসাইড জানিয়ে বাঁশি বাজান রেফারি। বাতিল হয় স্বাগতিকদের গোল।

যে গোলটি নিয়েই চলছে বিতর্ক। এই ঘটনার তিন মিনিট পরই জ্বলে ওঠেন গত ম্যাচের সেরা পারফর্মার করিম বেসজেমা। চলতি লিগে নিজের ১৭তম গোল করেন তিনি।

২-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

৮৩ মিনিটে ফের রিয়ালের জালে বল জড়ায় সোসিয়েদাদ। এক জোরাল শটে রিয়ালের গোলরক্ষক কর্তোয়ার গ্লাভস ফাঁকি দেন সেই মিকেল মেরিনো।

দুইবার বল জালে জড়াতে সক্ষম হলেও বিতর্কিত অফসাইডের কারণে ১-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে সোসিয়াদ।

এ গয়ে ৩০ ম্যাচ শেষে বার্সার সমান ৬৫ পয়েন্ট নিল রিয়াল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে শীর্ষস্থানে অবস্থান করছে জিদানের শিষ্যরা।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ