সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
অনলাইন ডেস্ক :; দেশে কোভিড ১৯-এর সংক্রমণ বেড়েই চলেছে। জনগণকে সচেতন করতে এবং নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পুলিশে সংক্রমণ ৯ হাজার ছুঁই ছুঁই।
পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, শনিবার থেকে রোববার এই ২৪ ঘণ্টায় সারাদেশে ৩০৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার পর্যন্ত পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪৮ জনে। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আক্রান্তের সংখ্যা ২ হাজার ১২০ জন।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, পুলিশ বাহিনীর আক্রান্ত প্রায় ৯ হাজার সদস বিভিন্ন ইউনিটে কর্মরত। সারাদেশে ৯ হাজার ৩৭৫ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে ছিলেন। আর আইসোলেশনে আছেন ৪৫০ পুলিশ সদস্য। এ পর্যন্ত পাঁচ হাজার ৪০৮ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। পুলিশ বাহিনীতে যে ৩১ সদস্য মারা গেছেন, তাদের মধ্যে ডিএমপিরই ১২ জন।
পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা জানান, পুলিশ মানুষের নিরাপত্তা ও সুরক্ষায় কাজ করে। তারা আক্রান্ত হওয়ার ভয় করছেন না। দেশের মানুষের জন্য বহু পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়। করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৪৬৪ জন। আক্রান্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি